নিজস্ব সংবাদদাতা: বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আজকে প্রেমের দিন হতে চলেছে। অপেক্ষার অবসান হয়ে কাছের মানুষের সাথে দেখা হবে, কাছের স্পর্শে নতুন করে রেঙে উঠবেন আপনি। যদি সাক্ষাৎ সম্ভব নাও হয়, তবুও কাছের মানুষের ভালোবাসার বার্তা আপনার মন স্পর্শ করবে।
/anm-bengali/media/media_files/hYhUXEBgcpd0oFSYM5Go.jpg)
এছাড়াও আজ পরিবারের সঙ্গে ভালো দিন কাটাতে পারবেন। আর্থিক দিক থেকেও দিনটি উন্নততর হবে। ঈশ্বরের ওপর ভরসা রাখুন, তিনি সর্বদা আপনার সঙ্গে রয়েছেন। শারীরিক অসুস্থতা থেকে মুক্তি ঘটতে পারে।