নিজস্ব সংবাদদাতাঃ শনিবার দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত।
/anm-bengali/media/media_files/b46FUE4xDuPjooXvBbAV.jpg)
ভারতের বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, "এই টুর্নামেন্টে আমার দেখা অন্যতম সেরা ম্যাচ এটি। তারা সত্যিই ভালো খেলেছে। ভারত দারুণ কাজ করেছে, এটা তাদের প্রাপ্য।"