নিজস্ব সংবাদদাতাঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রুদ্ধশ্বাস ফাইনালে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসানে দেশজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। টিমের এই সাফল্যে উচ্ছ্বসিত বোর্ডও। এবার টিমের জন্য বিশাল আর্থিক পুরস্কার ঘোষণা করা হল।
জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে প্রায় ২১ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছে ভারতীয় দল। পাশাপাশি বোর্ড সচিব ঘোষণা করেছেন, টিমের জন্য ১২৫ কোটির আর্থিক পুরস্কার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বছর এবং সব মিলিয়ে আইসিসি টুর্নামেন্টে ১১ বছর পর ট্রফি জয়ের এই উচ্ছ্বাস স্বাভাবিক।