নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের বাপটলায় ফুঁসছে সাগর। ঝড়ের গতি যত তীব্র হচ্ছে, ততোই যেন উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। সমুদ্রের ওই ভয়াল রূপ দেখলে আতঙ্ক বাড়বে বই কমবে না।
আজ দুপুরের পরই ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আছড়ে পড়বে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝে। আর এখানেই অবস্থান বাপটলা অঞ্চলের। স্বাভাবিক ভাবেই ঘূর্ণিঝড়ের প্রভাব এখানে সবচেয়ে বেশি বলেই মনে করা হচ্ছে।