মালদহ: ভারত-বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগর থানার শুকদেবপুরে উত্তেজনার মধ্যেই মালদহের মহদীপুর সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের সোনা মসজিদ এলাকায় বিএসএফ (BSF) ও বিজিবির (BGB) বৈঠক। উপস্থিত বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি অরুন কুমার গৌতম ও বর্ডার গার্ড বাংলাদেশের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবলে সহ বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা। সীমান্ত উত্তেজনা কমানো নিয়ে বৈঠক হয়।
উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার ও শনিবার প্রথমে কাঁটাতার লাগানো ও ফসল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয় সীমান্ত এলাকার নাগরিকদের সীমান্তে সংঘর্ষ বাঁধে ।এখন পরিস্থিতি থমথমে। কাঁটাতারের বেড়ার ওপারে চাষীদের জমিতে যাওয়ার বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ করছে বিএসএফ। এই মুহূর্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে।