নিজস্ব সংবাদদাতা: আজ বসন্ত পঞ্চমী। চারিদিকে যেরকম সরস্বতী পুজোর ধুমধাম, ঠিক সেই উত্তেজনায় দেখা গেল উত্তরপ্রদেশে। আজ বসন্ত পঞ্চমী উপলক্ষে মথুরার বাঁকে বিহারী মন্দিরে চলল রঙের হোলি। কার্যত আজই মন্দিরের সব ভক্তরা খেলে নিলেন আগাম হোলি। রঙে রঙে ভরে উঠল মন্দির প্রাঙ্গন। তাতেই বাঁকে বিহারীকে প্রার্থনা জানালেন ভক্তরা।