নিজস্ব সংবাদদাতা:আজ থেকে শুরু হল নতুন বছর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনও ২০২৫ সালের জন্য ব্যাঙ্ক ছুটির অফিসিয়াল তালিকা দেয়নি। তবে জানুয়ারি মাসেও সারা দেশে নানা কারণে বেশ কয়েকদিন ব্যাঙ্ক ছুটি থাকবে। জানুয়ারি মাসে নববর্ষ, গুরু গোবিন্দ সিং জয়ন্তী, মকর সংক্রান্তি, বিবেকানন্দ জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস ইত্যাদির মতো অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১ জানুয়ারি (বুধবার): নববর্ষ, সারা ভারতজুড়ে ছুটি
৫ জানুয়ারি (রবিবার): সারা ভারতজুড়ে ছুটি
৬ জানুয়ারি (সোমবার): গুরু গোবিন্দ সিং জয়ন্তী, চণ্ডীগড় ও হরিয়ানায় ছুটি
১১ জানুয়ারি (দ্বিতীয় শনিবার) মিশনারি ডে, মিজোরামে ছুটি
১২ জানুয়ারি (রবিবার): (প্যান ইন্ডিয়া) এবং স্বামী বিবেকানন্দ জয়ন্তী, পশ্চিমবঙ্গে ছুটি
১৩ জানুয়ারি (সোমবার): লোহরি, পাঞ্জাব, জম্মু এবং হিমাচল প্রদেশে ছুটি
১৪ জানুয়ারি (মঙ্গলবার): সংক্রান্তি (একাধিক রাজ্যজুড়ে ছুটি এবং পোঙ্গল, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ছুটি
১৫ জানুয়ারি (বুধবার): তিরুভাল্লুভার দিবস (তামিলনাড়ু) এবং টুসু পূজা, পশ্চিমবঙ্গ ও আসামে ছুটি
১৯ জানুয়ারি (রবিবার): সারা ভারতজুড়ে ছুটি
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার): নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী (ওড়িশা, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ছুটি
২৪ জানুয়ারি (চতুর্থ শনিবার): সারা ভারতজুড়ে ছুটি
২৬ জানুয়ারি (রবিবার): প্রজাতন্ত্র দিবস, সারা ভারতজুড়ে ছুটি
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার): সোনম লোসার, সিকিমে ছুটি