নিজস্ব সংবাদদাতা: উৎসবের মরসুম শুরু। একদিন পরেই অর্থাৎ ২ অক্টোবর মহালয়া। দেবী পক্ষের সূচনা। এর পাশাপাশি শুরু হচ্ছে নতুন মাস। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালী পুজো রয়েছে। অক্টোবর মাসটা মোটের উপর উৎসব আর পুজোতেই কাটবে বাঙালির। তবে পুজো আর উৎসব মানেই অফিস ছুটি হওয়ায় ছুটি থাকবে ব্যাঙ্কেও।
রইল ছুটির সম্পূর্ণ তালিকা:
১ অক্টোবর – জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ।
২ অক্টোবর – গান্ধী জয়ন্তী ও মহালয়া।
৩ অক্টোবর – রাজস্থানে বন্ধ ব্যাঙ্ক।
৬ অক্টোবর – রবিবার।
১০ অক্টোবর – সপ্তমী।
১১ অক্টোবর – অষ্টমী ও নবমী।
১২ অক্টোবর – বিজয়া দশমী ও মাসের দ্বিতীয় শনিবার।
১৩ অক্টোবর – রবিবার।
১৬ অক্টোবর – লক্ষ্মী পুজো।
১৭ অক্টোবর – মহর্ষী বাল্মীকী জয়ন্তী (কর্ণাটক, অসম, হিমাচলে বন্ধ ব্যাঙ্ক)।
২০ অক্টোবর – রবিবার।
২৬ অক্টোবর – মাসের চতুর্থ শনিবার।
২৭ অক্টোবর – রবিবার।
৩১ অক্টোবর – দিওয়ালি ও কালীপুজো।