জানুয়ারি ২০২৪- এ ব্যাঙ্ক কতদিন থাকবে বন্ধ? রইল পুরো তালিকা

জানুয়ারি মাসের প্রথম দিন ১ জানুয়ারি থাকায় বছরের প্রথম দিন হিসাবে পাবেন ছুটি। আর কোন কোন দিন রয়েছে ছুটি?

author-image
Anusmita Bhattacharya
New Update
bank close.jpg

নিজস্ব সংবাদদাতা: অনেকেই মাসের শুরুতে ব্যাঙ্কে নানান কাজের জন্য গিয়ে থাকেন। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, জানুয়ারি মাসে কয়দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। 

প্রথম ৭ দিনে ছুটি- জানুয়ারি মাসের প্রথম দিন ১ জানুয়ারি বছরের প্রথম দিন হিসাবে রয়েছে ছুটি। নববর্ষ উপলক্ষ্যে ২ জানুয়ারিও ব্যাঙ্ক বন্ধ। ৭ জানুয়ারি পড়ছে রবিবার যেদিন সারা দেশের ব্যাঙ্কে থাকবে ছুটি। 

১৪ তারিখ পর্যন্ত ছুটির দিন- ১১ জানুয়ারি মিজোরামে মিশনারিজ ডে পালন। ১৩ জানুয়ারি দ্বিতীয় শনিবার। ফলে সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামী ১৪ জানুয়ারি রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ থেকে ২৩ জানুয়ারির মধ্যে ছুটি- ১৫ জানুয়ারি সোমবার মকরক্রান্তি, পোঙ্গল উপলক্ষ্যে বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, গ্যাংটক, হায়দরাবাদ, এবং অন্ধ্রপ্রদেশের শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ। মঙ্গলবার ১৬ জানুয়ারি থিরুভাল্লুর উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ চেন্নাইতে। ১৭ জানুয়ারি উজাভার থিরুনাল উপলক্ষ্যে চেন্নাইতে বন্ধ ব্যাঙ্ক। ২১ জানুয়ারি সারা দেশে ব্যাঙ্ক বন্ধ রবিবার বলে। ২২ জানুয়ারি সোমবার ইণইযুনুন ইরাতপা উপলক্ষ্যে ইম্ফলে বন্ধ ব্যাঙ্ক।  

২৩ জানুয়ারি থেকে মাসের শেষ পর্যন্ত ছুটি- ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে ব্যাঙ্কে ছুটি রাজ্যের বহু জায়গায়। ২৫ জানুয়ারি হিমাচল প্রদেশে স্টেট ডে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সারা দেশের সব ব্যাঙ্কে ছুটি। ২৭ জানুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় রয়েছে ব্যাঙ্কে ছুটি।