নিজস্ব সংবাদদাতা: সপ্তাহে ৫ দিন কাজ হবে। শনি ও রবিবার থাকবে পূর্ণ ছুটি। দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছেন ব্যাঙ্ক কর্মীরা। অবশেষে তাতে সীলমোহর পড়তে পারে। জানা গিয়েছে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কের শাখাগুলিতে সপ্তাহে ৫ দিন কাজের প্রস্তাবে অনুমোদন দিয়ে দিতে চলেছে অর্থ মন্ত্রক।
বর্তমানে সমস্ত রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখা হয়। কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিলে এবার প্রতি সপ্তাহের সমস্ত শনি ও রবিবার পুরো ব্যাঙ্ক বন্ধ থাকবে। ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নও এই বিষয়ে রাজি। সরকার অনুমতি দিলে, ব্যাঙ্ক কর্মীরা শনি ও রবিবার ছুটি পেয়ে যাবেন, তবে অন্যান্য দিনে কাজের সময় ৪০ মিনিট বেড়ে যাবে। দেশের অধিকাংশ এলাকাতেই সকাল সাড়ে ৯টার সময় ব্যাঙ্ক খুলে যায়। বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যা সাড়ে ৫টায়। এই সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫.৪০ মিনিট পর্যন্ত পরিবর্তিত হয়ে আসল সময় হতে পারে। যদিও ব্যাঙ্কের কিছু শাখা জনসাধারণের জন্য সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত চালু থাকে।
ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নের মধ্যে এই একটি চুক্তি হয়েছে। সেই অনুসারে, গ্রাহক পরিষেবা দেওয়ার সময় কমবে না। কাজের সময়কে ৪০ মিনিট বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়ন পাবলিক এবং প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলির জন্য একটি সমঝোতা স্মারকে সাক্ষর করে দিয়েছিল। এরপর ২০২৪ সালের ৮ মার্চ ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে যৌথ নোট প্রকাশ করে দেওয়া হয়। সেখানে সপ্তাহে ৫ দিন কাজ এবং শনি ও রবিবার ছুটির বিষয়ে যাবতীয় তথ্য ছিল।