সাঁওতালদের মাঝে ঘুরছে বাংলাদেশীরা, ঝাড়খণ্ড নির্বাচনের আগে চাঞ্চল্যকর তথ্য এলো প্রকাশ্যে

'এবার জনসংখ্যা ১০ শতাংশ হ্রাস পেয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
populations3.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড নির্বাচনে রাজ্যে অনুপ্রবেশের ইস্যুতে, ঝাড়খণ্ড বিজেপির প্রধান এবং ধানওয়ার কেন্দ্রের প্রার্থী, বাবুলাল মারান্ডি এদিন বলেন, “অনুপ্রবেশ এখানে অন্যতম প্রধান সমস্যা। অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ড জুড়ে আদিবাসীদের জনসংখ্যা হ্রাস পেয়েছে। ১৯৫১ থেকে ২০১১ সালের মধ্যে জনসংখ্যা বেড়েছে। তবে এবার জনসংখ্যা ১০ শতাংশ হ্রাস পেয়েছে। যদি আমরা সাঁওতাল পরগণা বিভাগে দেখি তাহলে সেখানে ১৬ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, সনাতন হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি পায়নি। সামগ্রিকভাবে, ৬০ বছরে, তাদের জনসংখ্যা ৩% বৃদ্ধি বলা যায় না, এর মানে হল যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বাংলা হয়ে এদেশে ঢুকেছে। তারা ঝাড়খন্ডের সাঁওতাল পরগণায় এসে যোগ দিয়ে তারপর আরও ভিতরে প্রবেশ করছে”।

india bangladesh border

populations1.jpg