নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, "মনমোহন সিং একজন বড় মাপের নেতা ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ভারত ভুলতে পারে না। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর পর তাঁর অবদান অতুলনীয়। তিনি এই জাতির জন্য অনেক বড় অবদান রেখেছেন। আজ, এই দেশের গ্রামাঞ্চলে সকলের কর্মসংস্থান হচ্ছে তাঁর কারণে। তাই তাঁকে স্মরণ করা আমাদের কর্তব্য। আমরা কেবল বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ নই; আমরা তাঁর নামে আরও নামকরণ করবো।"
/anm-bengali/media/media_files/TQvp5pcDAVnNYzoIUWQO.jpg)