নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত জম্মু। এই ঘটনার প্রতিবাদে বুধবার জম্মুতে সম্পূর্ণ বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন। জম্মু চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JCCI) এবং বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এই বনধের আহ্বান জানিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/22/rrVq9RdzKu7gpi6ihOM3.JPG)
তবে শুধু এই দুটি সংগঠনই নয়, জম্মু ট্রান্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, জম্মু বার অ্যাসোসিয়েশন এবং কংগ্রেস পার্টিও এই বনধকে সমর্থন জানিয়েছে। তাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দিতে হবে এবং পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে হবে।
/anm-bengali/media/media_files/2025/04/22/8j491todRyjg3DvDBfF0.webp)
জঙ্গি হামলার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সেইসঙ্গে ক্ষোভও বাড়ছে প্রশাসনের ভূমিকা নিয়ে। বুধবারের বনধ ঘিরে শহরজুড়ে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।