বড় ধরনের নাশকতার ছক! অল্পের জন্য রেহাই পেল বন্দে ভারত

বড় ধরনের দুর্ঘটনার থেকে অল্পের জন্য রেহাই পেল বন্দে ভারত এক্সপ্রেস।

author-image
Tamalika Chakraborty
New Update
vande bharataa.jpg

নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়ে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।  ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের বিপদের হাত থেকে বাঁচে এক্সপ্রেসটি। এবার অল্পের জন্য রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস। প্রাণে বাঁচলেন কয়েক হাজার যাত্রী। 

Vande Bharat Metro Latest Features Update

এই দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশায়। জানা গিয়েছে, রেল লাইনের একাংশ ভেঙে রাখা ছিল। এছাড়াও রেললাইনের ওপর রাখা ছিল বড় পাথর। খোলা ছিল প্যান্ডল ক্লিপ। ওই লাইনের ওপর দিয়ে গেলে বড় ধরনের বিপদ হতে পারত বলে মনে করছে বিশেষজ্ঞরা।  প্রশাসন নাশকতার ছকের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। জানা গিয়েছে, ওড়িশায় ঘটনাটি ঘটেছে। প্রথমে মালগাড়ির চালক দেখতে পান রেললাইনে বড় পাথর রয়েছে। তিনি ব্রেক কষেন। তিনি ঘটনাটি নিকটবর্তী রেলস্টেশনে জানান। উল্টোদিক থেকে বন্দেভারত আসছিল। ঘটনাস্থল থেকে মাত্র ১৪ কিমি দূরে বন্দে ভারত সর্বোচ্চ গতিবেগ নিয়ে আসছিল। তখনই বন্দে ভারত ট্রেনের চালকের কাছে ফোন যায়। তিনি দ্রুত ব্রেক কষেন। বড় ধরনের বিপদ থেকে তিনি রক্ষা পান।