ফের প্রশ্নের মুখে কুস্তীগিরদের ভবিষ্যৎ! কেন্দ্রের কাছে বিশেষ আর্জি

ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রাক্তন সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বাসভবন থেকে অফিস সরিয়ে নেওয়া হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
bajrang.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার গর্জে উঠলেন কুস্তীগির বজরং পুনিয়া (Bajrang Punia)। আজ শনিবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘গত কয়েক মাস ধরে রেসলিং বন্ধ রয়েছে। কোনও জাতীয় দল নেই, খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য কোনও শিবিরও নেই। ৭ মাস পর অলিম্পিক গেমস আছে কিন্তু কেউই অলিম্পিকের জন্য গুরুত্বপূর্ণ মনোভাব দেখাচ্ছে না, যেখানে কুস্তি গত চারটি অলিম্পিকে পরপর চারটি পদক দিয়েছে। ক্রীড়া মন্ত্রককে অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব কুস্তির সমস্ত কার্যক্রম শুরু করার জন্য, যাতে খেলোয়াড়দের ভবিষ্যত বাঁচানো যায়।‘