কংগ্রেসে যোগদান, প্রার্থী হওয়া নিয়ে বিস্ফোরক বজরং পুনিয়া

কংগ্রেসে যোগ দিলেন বজরং পুনিয়া।

author-image
Tamalika Chakraborty
New Update
BajrangPunia2.webp

নিজস্ব সংবাদদাতা:  আজ কংগ্রেসে যোগদানের পরে, বজরং পুনিয়া বলেছেন, "আমি আনন্দিত যে আজ আমি এমন একটি দলের সাথে দাঁড়িয়েছি যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে।" দল তাঁকে নির্বাচনের টিকিট দিলে তার ফোকাস কী হবে এমন প্রশ্নে, বজরং পুনিয়া বলেছেন, "আমরা কৃষক, শ্রমিক, ক্রীড়াবিদ এবং ছাত্রদের সমস্যা সহ প্রতিটি বিষয়ে কাজ করব। আমরা সর্বদা জনগণের সেবা করব।"

bajrang.jpg

হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল ভিনেশ ফোগাট ও  বজরং পুনিয়া কংগ্রেসে যোগ দিতে পারেন। তাঁদের হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বজরং পুনিয়া কংগ্রেসে যোগ দিলেও হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন  কি না সেই নিয়ে সরাসরি কিছু বলেননি। অন্যদিকে, ভিনেশ ফোগাট এখনও কংগ্রেসে যোগ দেননি। 

 

লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে আপ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কিছু দিনের মধ্যে সেই জোট নিয়ে আর কোনও আপডেট পাওয়া যায় না। অন্যদিকে, হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই আপের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে হরিয়ানা কংগ্রেস। হরিয়ানা কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, দিল্লিতে আপ দুর্নীতির সরকার চালাচ্ছে। দুর্নীতির জেরে দিল্লির মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। কিন্তু আবার নতুন করে জোটের সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। 

অন্যদিকে, হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি। ৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে।

 tamacha4.jpeg