'আপনি মদের দোকান খুলেছেন', মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন শাহ

গত ১৬ অক্টোবর রাজ্য সফরে গিয়ে অমিত শাহ বলেছিলেন, ছত্তিশগড়ে পাঁচ বছর ধরে '৩০ টাকার ভূপেশ কাকা'র সরকার চলছে। বাঘেল সরকারের আমলে ছত্তিশগড়ের আদিবাসী ও পিছিয়ে পড়া যুবকদের অধিকারের টাকা কংগ্রেসের দিল্লি আদালতের কোষাগারে যায়।

author-image
SWETA MITRA
New Update
JAGDAL.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার ভোটমুখী রাজ্য ছত্তিশগড়ে গিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ছত্তিশগড়ের জগদলপুরে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ বলেন, "গত ৯ বছরে মোদী সরকার রাস্তার উন্নয়ন করেছে, গ্যাস সিলিন্ডার সরবরাহ করেছে, শৌচাগার তৈরি করেছে, একলব্য স্কুল তৈরি করেছে এবং প্রতিটি পরিবারের প্রত্যেককে প্রতি মাসে ৫ কেজি করে চাল বিনামূল্যে দিয়েছে। কিন্তু ভূপেশবাবু আপনি কী করলেন? আপনি মদের দোকান খুলেছেন, ৫৪০ কোটি টাকার কয়লা পরিবহন কেলেঙ্কারি, গোথান প্রকল্পে ১৩০০ কোটি টাকা কেলেঙ্কারি, মহাদেব অ্যাপ কেলেঙ্কারিসহ অনেক কেলেঙ্কারিতে জড়িয়েছেন। বাঘেল লজ্জা পাও।“ শুনুন তাঁর বক্তব্য...