নিজস্ব সংবাদদাতা: 'কানোয়ার যাত্রায় নেমপ্লেট' ব্যবহার ইস্যুতে মুখ খুললেন বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী।
ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, "আদালত এই বিষয়ে তার আদেশ ঘোষণা করেছে। এই বিষয়ে কোনো মন্তব্য করা অপরাধ হবে। আদালতের নির্দেশ মেনে চলা অপরিহার্য...আমরা যদি রামের খাই তাহলে রামের গুণগান কেন গাইতে পারব না। আমরা আদালতকে অনুসরণ করি, আদালত যা বলেছে তাতে আমাদের আপত্তি নেই। আদালত যা বলেছে তা সঠিক... নেমপ্লেট সচেতনতা ছাড়া আর কিছুই নয়। কিছু ভিডিও ক্লিপ ছিল যেখানে মানসিকভাবে বিকৃত ব্যক্তিরা প্রস্রাব ছুড়ছিল। এটা দুর্ভাগ্যজনক, এ বিষয়েও আইন হওয়া উচিত"।