দুঃসংবাদ! উৎসবের পরেই জ্বালানি তেলের দামে লাগবে ছ্যাঁকা! ১ লিটার পেট্রোল হবে...

তেলের দাম বৃদ্ধি পাওয়ার ই ইঙ্গিত বিশ্ববাজারের।

author-image
Anusmita Bhattacharya
New Update
BJHKJK

নিজস্ব সংবাদদাতা: ফের আন্তর্জাতিক বাজারে বেড়ে যাবে তেলের দাম। অন্তত তেমনই দাবি করছে বিশ্ববাজার। শোনা যাচ্ছে যে বাংলায় উৎসব শেষ হলেই নাকি তেলের দাম বৃদ্ধি পাবে। কিছুদিন আগে জানা যায় যে ইরানের ক্ষেপণাস্ত্র পুজোর মুখে আসলে আঘাত হানল বাঙালির উপরেই। কারণ তখনই শোনা গিয়েছিল যে বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম।

ইজরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি দেখা যায়। এর জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়ে যায়। মধ্যপ্রাচ্যে বর্তমান অশান্ত পরিস্থিতির জেরে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কার জন্যেই এই দাম বেড়েছে বলে অনুমান করা হচ্ছিল। এখনও কারণটা একইরকম রয়েছে। এই কারণে ভারতের বাজারেও পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অক্টোবরের প্রথম দিকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭০.১১ ডলার হয়েছিল। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি পৌঁছেছিল ৭৪.৮৪ ডলারে। টেক কোম্পানিগুলির শেয়ারের দরও এর জেরে অনেকটা পড়ে গিয়েছিল। পেট্রোলের ব্যারেল প্রতি অ্যাভারেজ ইন্টারন্যাশানাল প্রাইস এখন ৭৬ ডলার, যেটা পরে হবে ৭৯ ডলারের মতো। 

আমেরিকান ডলারে প্রতি ব্যারেল এইচএসডি'র দাম বর্তমানে ৮০.৫০। সেটা হবে ৮৭.৫০ আমেরিকান ডলার। টাকায় হিসেব করলে দেখা যাবে যে বিশ্ববাজারে পেট্রোলের এখনকার দাম ২৪৭ টাকা যা হবে ২৫২ টাকা। হাই স্পিড ডিজেল বা এইচএসডি'র এখনকার দাম ২৪৬ টাকা যা হবে ২৫৯ টাকা।