কাটা গলা থেকে বেরিয়ে আসছে রক্ত
সাত সকালে রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় চমকে যান ঝাড়ুদার। হঠাৎ চোখে পড়ে চাপ চাপ রক্ত। খোঁজাখুঁজি করার পর যে দৃশ্য চোখে পড়ল, তাতে কার্যত কেঁপে ওঠেন তিনি। একরত্তি শিশুর দেহ পড়ে রয়েছে ডাস্টবিনে। কাটা গলা থেকে বেরিয়ে আসছে রক্ত।