কাটা গলা থেকে বেরিয়ে আসছে রক্ত

সাত সকালে রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় চমকে যান ঝাড়ুদার। হঠাৎ চোখে পড়ে চাপ চাপ রক্ত। খোঁজাখুঁজি করার পর যে দৃশ্য চোখে পড়ল, তাতে কার্যত কেঁপে ওঠেন তিনি। একরত্তি শিশুর দেহ পড়ে রয়েছে ডাস্টবিনে। কাটা গলা থেকে বেরিয়ে আসছে রক্ত।

শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে

পুলিশকে বিষয়টি জানান ঝাড়ুদার। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় ও ওই শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। কিন্তু ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও কোনও সূত্র খুঁজে পাননি গোয়েন্দারা। আশপাশের এক কিলোমিটারের মধ্যে থাকা সব সিসিটিভি খতিয়ে দেখা হয়েছে, কিন্তু চোখে পড়েনি কিছুই।