দিল্লি যাওয়ার কারণ জানালেন বাবুল!

দিল্লিতে শাসক ধর্নার প্রথম দিন। আগামীকালও রয়েছে কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ তৃণমূলের।

author-image
Pallabi Sanyal
New Update
ass

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে শাসক-ধর্নায় দিনভর দফায় দফায় অশান্তির ছবি ধরা পড়েছে। কখনও পুলিশের তাড়া আবার কখনও গার্ডরেল দিয়ে পথ আটকানো থেকে বিক্ষোভকারীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি, পুলিশের লাঠি উঁচানো-এসব কিছুর সাক্ষী থেকে রাজধানী। এরই মাঝে শান্তিপূর্ণ প্রতিবাদের কথা শোনালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন,  "আমরা একটি শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। আমি মনে করি যে রাজনৈতিক লড়াইয়ের নিজস্ব জায়গা আছে কিন্তু আপনি (কেন্দ্রের বিজেপি সরকার) রাজনৈতিক লড়াইয়ে এজেন্সি ব্যবহার করছেন। সমস্ত দল এর বিরুদ্ধে দাঁড়িয়েছে কারণ তারা অন্যায় করছে। তারা তহবিল বন্ধ করে দিয়েছে (MGNREGA এবং অন্যান্য প্রকল্পের জন্য), যা ফেডারেল কাঠামোর বিরুদ্ধে। তাই, আমরা দিল্লিতে এসেছি।"

 

hiring 2.jpeg