Manipur: নৃশংস! আজাদ হিন্দ ফৌজের সদস্যের বৃদ্ধা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা

ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে।

author-image
Aniruddha Chakraborty
New Update
।,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের হিংসা শুধু দুই নারীকে নগ্ন করে প্যারেড করায়নি। জানা গেল দেশের স্বাধীনতা অর্জনে লড়াইয়ে অংশ নেওয়া আজাদ হিন্দ ফৌজের এক সদস্যের বৃদ্ধা স্ত্রীকেও পুড়িয়ে মেরেছে উন্মত্ত সশস্ত্র জনতা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মণিপুরের কাকচিং জেলায়। সম্প্রতি সেরউ পুলিশ স্টেশনে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে।

দায়ের হওয়া এফআইআরে উল্লেখ করা হয়েছে, গত ২৮ মে সেরউ গ্রামের বাসিন্দা মেইতেই সম্প্রদায়ের এস ইবেটোম্বিবি মাইবি নিজের বাড়িতেই ছিলেন। সেই সময় আচমকা তার বাড়িতে হামলা চালায় সশস্ত্র একদল দুষ্কৃতী। বাড়ি তালাবন্দি করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এর ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ইবেটোম্বিবি মাইবি-র।

৮০ বছরের ইবেটোম্বিবি মাইবি স্বাধীনতা সংগ্রামী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি আজাদ হিন্দ ফৌজের সদস্য এস চূড়াচাঁদ সিং-এর স্ত্রী। কয়েক বছর আগে চূড়াচাঁদ মারা যান। তাঁকে সম্মান জানিয়ে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং ১৯৯৭ সালে তাঁকে নেতাজি পুরস্কার দেয় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক।

রাজধানী ইম্ফল থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত সেরউ গ্রামের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িতে যখন পুলিশ গিয়ে পৌঁছায়, তখন সেখানে ওই বৃদ্ধার পোড়া হার, আধপোড়া ছবি, চূড়াচাঁদ সিংয়ের মেডেল ও স্মারক, দামী জিনিসপত্র ও গুলি দেখতে পায়।

ঘটনা প্রসঙ্গে ওই বৃদ্ধার পুত্রবধূ এস টামপাকসানা বলেন, "সশস্ত্র দুষ্কৃতীরা যখন আমাদের বাড়িতে হামলা চালিয়েছিল তখন আমার শাশুড়ি আমাকে ও প্রতিবেশীদের পালাতে বলেন। কিছুক্ষণ পরে এসে আমরা দেখতে পায় বাড়ি পুরো পুড়িয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম বয়সের জন্য উনি পালাতে পারবেন না। তাই পরে লোক জড়ো করে তাঁকে উদ্ধার করব। কিন্তু, তার আগেই সব শেষ হয়ে গেল।"