প্রস্তুত অযোধ্যা, আসছেন তিনি…

আজকের ব্যস্ততা দেখলে যে কেউ বলবেন, আজই রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
PM_MOILEAD_0_1200x768.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের অযোধ্যা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে সেজে উঠেছে। সব কিছু প্রস্তুত, শুধু এখন অপেক্ষা তাঁর আসার। নাচে, গানে, ছন্দে, সেজে উঠেছে রাম জন্মভূমি। অযোধ্যার লোকশিল্পীরা পরিবেশন করছেন তাঁদের বিশেষ নৃত্য। শুরু হয়েছে মন্ত্রপাঠ। কে বলবে এখনও বাকি আছে আরও কয়েকটা দিন! আজকের ব্যস্ততা দেখলে যে কেউ বলবেন, বোধহয় আজই রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস। তবে না, আজকের এতো প্রস্তুতি শুধু সেই মানুষটিকে ঘিরে। তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম, পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে জাংশনের উদ্বোধন করবেন। একই সাথে অযোধ্যায় নতুন অমৃত ভারত ট্রেন এবং বন্দে ভারত ট্রেনের ফ্ল্যাগ অফও করবেন তিনি।

এই উত্তর প্রদেশ তাঁকে সবসময় ভালোবাসায় ভরে রেখেছে। কখনও এখান থেকে খালি হাতে ফেরেননি মোদি। তা ভোট বাক্স হোক কিংবা মানুষের নিখাদ ভালোবাসা। সবেই পরিপূর্ণতা লাভ করেছেন প্রধানমন্ত্রী। তাই তো বিশেষ দিনে বিশেষ মানুষকে স্বাগত জানাতে ব্যস্ত অযোধ্যা ধাম।

 

hiren