রাম কি ধাম! প্রবল ঠান্ডার মধ্যেও মিলবে উষ্ণতা

ভগবান রামের টানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন রাজ্যের ভক্তরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
outdoor heaters (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: একদিকে রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ ঘিরে সাজোসাজো রব। অন্যদিকে প্রবল শৈত্যপ্রবাহে নাজেহাল অবস্থা অযোধ্যার। বর্তমানে সেখানে মানুষের ঢল একেবারেই কম নয়। প্রতিদিন সেখানে জনমানবের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ভগবান রামের টানে সেখানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন রাজ্যের ভক্তরা।

কিন্তু এরই মধ্যে যে বিষয়টি প্রশাসনকে ভাবাচ্ছে, তা হল অযোধ্যার প্রবল ঠান্ডা। একদিকে ঘন কুয়াশা অন্যদিকে শৈত্যপ্রবাহ। দুইয়ের চাপে নাজেহাল অবস্থা সেখানকার। তাপমাত্রা রোজই ৬-৭-এর মধ্যে ওঠানামা করছে। ফলে এই ঠান্ডায় অসুস্থ হয়ে পড়তে পারেন বহু ভক্তই। তাই এবার ভক্তদের কথা চিন্তা করে অভিনব ব্যবস্থা নেওয়া হচ্ছে অযোধ্যা জুড়ে। অযোধ্যা জুড়ে বিভিন্ন স্থানে ইনফ্রারেড আউটডোর হিটার ইনস্টল করা হয়েছে। যাতে তাপমাত্রা কমের মধ্যেও মানুষকে উষ্ণ রাখা যায়। নগর নিগম অযোধ্যায় বিভিন্ন স্থানে এই ধরনের হিটার বসাচ্ছে। ফলে প্রবল ঠান্ডার মধ্যেও মানুষ একটি উষ্ণতার ছোঁয়া পাবে।

 

hiren