নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সাথে যুক্ত হচ্ছে আরও এক বিমানবন্দর। নিজের রাজ্যকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর সাহায্য তো রয়েছেই, একই সাথে গেরুয়া শিবিরের সকলের সাহায্য পাচ্ছেন যোগী। পাশে রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। আর এই সবের জন্যে রাম রাজ্যকে ঢেলে সাজাচ্ছেন যোগী আদিত্যনাথ।
এর মধ্যেই মূল আকর্ষণ হল, অযোধ্যার মরিয়দা পুরুষোত্তম শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দর। এখন সেখানে শেষ মুহুর্তের কাজ চলছে। এদিন সেই কাজ খতিয়ে দেখতে আসেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সমগ্র এলাকা পরিদর্শন করে তিনি বলেন, “যখন দেশ বা বিদেশ থেকে কেউ বিমানবন্দরে যান তখন তাকে শহরের ঐতিহাসিক তাত্পর্যের আভাস দেওয়া উচিত। আমরা অযোধ্যায় সেটিই বাস্তবায়নের চেষ্টা করছি। অন্যান্য দেশের যাত্রীরা যখন এখানে পা রাখবেন, যাতে তারা সহজেই রাম জন্মভূমি অযোধ্যার অনুভূতি উপলব্ধি করতে পারেন, তারই চেষ্টা করছি আমরা”।