নিজস্ব সংবাদদাতা : দূর থেকে দেখলে মনে হবে সাদা ধোঁয়া। আসলে ওটা তুষার ধস। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াদ জেলায় কেদারনাথ মন্দিরের পিছনে সুমেরু পর্বতে রবিবার আঘাত হানে তুষার ধস। তবে স্বস্তির খবর এই যে কোনো ক্ষয় ক্ষতি হয়নি। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার নিশ্চিত করেছেন যে এই তুষারপাতের ফলে কোনও ক্ষতি হয়নি বা সরস্বতী নদীর জলের স্তর বাড়েনি। সকাল সাড়ে ৭টা নাগাদ কেদারনাথ মন্দিরের পিছনে সুমেরু পাহাড়ে তুষারধস আঘাত হানে।