তুষার ধস! সামনেই কেদারনাথ মন্দির

সাত সকালে তুষার ধস! আতঙ্ক। চোখের সামনে তুষার ধসের ঘটনা দেখে কয়েকজন ভিডিও করে। কেদারনাথ মন্দিরের পিছনে ঘটেছে এই ঘটনা। রবিবার আঘাত হানে তুষার ধস।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩


নিজস্ব সংবাদদাতা : দূর থেকে দেখলে মনে হবে সাদা ধোঁয়া। আসলে ওটা তুষার ধস। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াদ জেলায় কেদারনাথ মন্দিরের পিছনে সুমেরু পর্বতে রবিবার আঘাত হানে তুষার ধস। তবে স্বস্তির খবর এই যে কোনো ক্ষয় ক্ষতি হয়নি। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার নিশ্চিত করেছেন যে এই তুষারপাতের ফলে কোনও ক্ষতি হয়নি বা সরস্বতী নদীর জলের স্তর বাড়েনি। সকাল সাড়ে ৭টা নাগাদ কেদারনাথ মন্দিরের পিছনে সুমেরু পাহাড়ে তুষারধস আঘাত হানে।