সেদিন সইফ আলি খানকে হাসপাতালে নিয়ে এসেছিলে এই অটো চালক! কী বললেন তিনি

সইফ আলি খানের পরিবার তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বলেই জানালেন অটোচালক।

author-image
Tamalika Chakraborty
New Update
auto driver q

নিজস্ব সংবাদদাতা: ভজনলাল সিং সেই অটোরিকশা চালক যিনি অভিনেতা সইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন "আমাকে সেখানে (বান্দ্রা থানা) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।  আমি সেই রাতে টাকার কথা ভাবিনি।আমার সঙ্গে সইফ আলি খানের পরিবারের কেউ যোগাযোগ করিনি। এখনও পর্যন্ত তাঁদের সাথে আমার কোনো কথা হয়নি।"