১৪ দিন ছুটি! তাড়াতাড়ি দেখুন

প্রতি মাসেই নির্দিষ্ট কিছু দিনে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকে। আগে থেকে সেটা জেনে রাখলে সাধারণ মানুষের কাজ করতে সুবিধা হয়। তাই আগামী মাস অর্থাৎ আগস্ট মাসে কতদিন ছুটি থাকবে ব্যাঙ্কে সেই তালিকা এসেছে সামনে।

author-image
Anusmita Bhattacharya
New Update
bank

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কোনও গ্রাহক যদি আগস্ট মাসে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে তাঁর জন্য এটা জেনে রাখা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কগুলি আগামী মাসে ১৪ দিন বন্ধ থাকবে। এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং চারটি রবিবার রয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ আগস্ট মঙ্গলবার।

আগস্ট মাসে শনিবার ও রবিবার বাদ দিয়ে আট দিন ছুটি রয়েছে। টেন্ডং লো রাম ফাত দিয়ে ছুটি শুরু হচ্ছে আর ৩১ আগস্ট রাখি বন্ধন দিয়ে ছুটি শেষ হবে। এইসব ছুটি বিভিন্ন রাজ্যের সব ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। এবার দেখে নিন একনজরে ছুটির তালিকা। 

আগস্ট ৬: রবিবার

আগস্ট ১২: দ্বিতীয় শনিবার

আগস্ট ১৩: রবিবার

আগস্ট ২০: রবিবার

আগস্ট ২৬: চতুর্থ শনিবার

আগস্ট ২৭: রবিবার

আগস্ট ৮: মঙ্গলবার, টেন্ডং লো রাম ফাত, গ্যাংটক

আগস্ট ১৫: মঙ্গলবার, স্বাধীনতা দিবস উপলক্ষে সারা ভারতে সব ব্যাঙ্কে ছুটি

আগস্ট ১৬: বুধবার, পার্সি নববর্ষ উত্‍সব, বেলাপুর, মুম্বই, নাগপুর জোনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

আগস্ট ১৮: শুক্রবার, শঙ্করদেবের তিথি উপলক্ষে গুয়াহাটি জোনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

আগস্ট ২৮: সোমবার, প্রথম ওনাম উপলক্ষে, কোচি ও ত্রিবান্দ্রমের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

আগস্ট ২৯: মঙ্গলবার, তিরুনম উপলক্ষে কোচি ও ত্রিবান্দমের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে

আগস্ট ৩০: বুধবার রাখী বন্ধন উপলক্ষে জয়পুর ও সিমলা জোনের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে

ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও ছুটির দিন এটিএম, নগদে টাকা জমা, অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এক ছুটি থাকে না।