‘আক্রমণাত্মক প্রচারই হবে নীতীশের বিরুদ্ধে পালটা জবাব’

নীতীশ কুমারের প্রতি বেশ ক্ষুব্ধ বিজেপি বিরোধী দলগুলি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tejashwi_vs nitish.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনীতির পট পরিবর্তনে জোর ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট। নীতীশ কুমারের এনডিএ-তে যোগদান একাধিক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিজেপি বিরোধী দলগুলিকে। স্বাভাবিক ভাবেই নীতীশ কুমারের প্রতি বেশ ক্ষুব্ধ সকলে।

এদিন সেই সংক্রান্ত বিষয়েই তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, “এই পুরো পরিস্থিতিতে, তেজস্বী যাদব সবচেয়ে বেশি সহানুভূতি পাচ্ছেন। যখন তাকে মুখ্যমন্ত্রী করার সময় এসেছে, ঠিক তখনই নীতীশ কুমার অন্য দিকে চলে গেলেন। খালি চোখে এটি ইউ-টার্ন নেওয়া হিসাবে দেখা যেতে পারে, তবে অন্যদের কাছে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। এই পরিস্থিতিতে, যদি আরজেডি এবং কংগ্রেস আক্রমণাত্মক প্রচার চালায় তবেই তারা লোকসভা নির্বাচনে লাভবান হবে”।

 

স্ব

স

স