নিজস্ব সংবাদদাতা: আবারও নৃশংসতায় শিরোনামে দিল্লি। দিল্লিতে এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুইজনের বিরুদ্ধে। দিল্লির উসমানপুর এলাকায় ঘটেছে এই ঘটনা। অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, গাড়ি কিনে ঋণ পরিশোধ করতে না পারায় ওই ব্যক্তির সঙ্গে এই নৃশংস ঘটনা ঘটায় ধৃতরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।