রাজ্য জুড়ে চলছে প্রায়শ্চিত দীক্ষা! কারণ শুনলে চমকে উঠবেন

অন্ধ্রপ্রদেশে রাজ্য জুড়ে চলছে প্রায়শ্চিত দীক্ষা।

author-image
Tamalika Chakraborty
New Update
andhra deputy cm


নিজস্ব সংবাদদাতা: প্রয়াশ্চিত দীক্ষা সম্পর্কে অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম পবন কল্যাণ বলেছেন, "গত ৫-৬ বছর ধরে কোনো না কোনো ধরনের অপবিত্রতা ঘটছে। প্রায় ২১৯টি মন্দির অপবিত্র করা হয়েছিল। রামাথিরথমে ভগবান রামের মূর্তি ছিল ভাংচুর করা হয়েছে তাই, এটি শুধুমাত্র একটি প্রসাদের বিষয় নয়। এই 'প্রয়াশচিত দীক্ষা' হল সনাতন ধর্ম পরীক্ষা ট্রাস্টকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। এটা খুবই প্রয়োজনীয়। এই ধরনের ঘটনা বন্ধ করা উচিত এবং ভিন্নভাবে সমাধান করা উচিত। আমি এই দীক্ষা শেষ করার পর আগামীকাল একটা ঘোষণা করব।"

 

প্রসঙ্গ অন্ধপ্রদেশ জুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথমে তিরুপতি মন্দরে প্রসাদ বিতরণ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিযোগ করা হয়েছিল, প্রসাদে পশুর চর্বি ও নিম্নমানের উপাদান দেওয়া হয়েছে। এবার মন্দির সংশোধন ও প্রায়শ্চিত্য শুরু হয়েছে। বিভিন্ন তারণে মন্দিরগুলোর পবিত্রতা নষ্ট হয়েছে। সেই কারণে প্রায়শ্চিত্য করা হবে বলে রাজ্যের উপমুখ্যমন্ত্রী দাবি করেছেন।

 tamacha4.jpeg