মদ বিক্রির ক্ষেত্রে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার ! যোগী সরকারকে তীব্র আক্রমণ করলেন আতিশি

কি মন্তব্য করলেন দিল্লির বিরোধী দলনেত্রী আতিশি ?

author-image
Debjit Biswas
New Update
atishigj.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ উত্তর প্রদেশে ‘একটি কিনলে একটি ফ্রি’ সিস্টেমে মদ বিক্রির অফার নিয়ে, বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন দিল্লির বিরোধী দলনেত্রী আতিশি। তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘যোগী সরকার যদি মানুষকে সত্যিই সুশাসন দেয়, তাহলে রাজ্যে মদ বিক্রির ক্ষেত্রে এমন অফার চালু করতে হচ্ছে কেন ?’’

1200-675-22506820-thumbnail-16x9-atishi
ফাইল চিত্র

 

তিনি আরও বলেন, ‘‘বিজেপি একদিকে আমাদের সরকারকে লিকার স্ক্যামের জন্য আক্রমণ করে, আর অন্যদিকে নিজেরাই উত্তর প্রদেশে মদের বিক্রি বাড়াতে এমন অফার চালু করেছে। তাহলে এখন কি তারা নিজেদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলবে ?’’