দিল্লির বিরোধী দলনেত্রী হবেন আতিশি : আম আদমি পার্টি

আতিশি চ্যালেঞ্জিং সময়ে দিল্লির জনগণের সেবা করেছেন এবং আপ দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে।

author-image
Debjit Biswas
New Update
d

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লিতে আম আদমি পার্টির পরিষদীয় দলের বৈঠকে দিল্লির বিরোধী দলনেত্রী হিসেবে উঠে এসেছে আতিশি মারলেনার নাম। সর্বসম্মতিতে আতিশি মারলেনার নাম বিরোধী দলনেত্রী হিসেবে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আপ নেতা গোপাল রায় জানিয়েছেন যে. ''দিল্লি বিধানসভায় বিরোধী দলনেত্রী হিসেবে আতিশিকে নির্বাচিত করা হয়েছে।'' এছাড়াও তিনি বলেন, ''অত্যন্ত কঠিন সময়ে আতিশি মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির জনগণের সেবা করেছেন, আম আদমি পার্টি একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে।"