নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী আতিশি মার্লেনা, দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তকে চিঠি লিখে অভিযোগ করেন যে, বিধানসভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও প্রশ্নই করতে দেওয়া হচ্ছে না।
ফাইল চিত্র
তিনি চিঠিতে লেখেন, "দিল্লিতে আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কিন্তু এই বিষয়ে বিধানসভায় কোনও আলোচনা করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার চূড়ান্ত ব্যর্থ, তাই তারা এই আলোচনাকে এড়িয়ে যাচ্ছে।"
Delhi Assembly LoP Atishi writes to Speaker Vijender Gupta
The letter reads, " Not being allowed to raise questions inside the House regarding law and order in Delhi...The double engine government has failed, so it does not want a discussion" pic.twitter.com/foLSgN5Hdl