ডবল ইঞ্জিন সরকার চূড়ান্ত ব্যর্থ ! স্পিকারকে চিঠি লিখে এ কি বললেন আতিশি

স্পিকারকে চিঠি লিখে কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী আতিশি ?

author-image
Debjit Biswas
New Update
d

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী আতিশি মার্লেনা, দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তকে চিঠি লিখে অভিযোগ করেন যে, বিধানসভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও প্রশ্নই করতে দেওয়া হচ্ছে না।

1200-675-22506820-thumbnail-16x9-atishi
ফাইল চিত্র

 

তিনি চিঠিতে লেখেন, "দিল্লিতে আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কিন্তু এই বিষয়ে বিধানসভায় কোনও আলোচনা করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার চূড়ান্ত ব্যর্থ, তাই তারা এই আলোচনাকে এড়িয়ে যাচ্ছে।"