কড়া নিরাপত্তা, পুলিশের ব্যস্ততা, ফিরিয়ে আনা হচ্ছে গ্যাংস্টারকে
গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আতিক আহমেদকে (Atiq Ahmed ) মঙ্গলবার সবরমতী (Sabarmati) জেল থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj) ফিরিয়ে আনা হচ্ছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে প্রয়াগরাজে নিয়ে আসা হবে তাকে।
নিজস্ব সংবাদদাতাঃ গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আতিক আহমেদকে (Atiq Ahmed ) মঙ্গলবার সবরমতী (Sabarmati) জেল থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj) ফিরিয়ে আনা হচ্ছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে প্রয়াগরাজে নিয়ে আসা হবে তাকে। একজন ইনচার্জ ইন্সপেক্টর এবং ৩০ জন কনস্টেবলের একটি পুলিশ (Police) দল শীঘ্রই প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবে বলে মনে করা হচ্ছে। আতিক আহমেদকে সবরমতী জেল থেকে প্রয়াগরাজে আনতে সাবরমতী জেলে পৌঁছেছে উত্তরপ্রদেশ পুলিশ। একটি খুনের মামলায় আদালতের সম্মতি পাওয়ার পর পুলিশ তাকে প্রোডাকশন ওয়ারেন্টের আওতায় প্রয়াগরাজে নিয়ে যাচ্ছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আহমেদকে আহমেদাবাদ থেকে উদয়পুর ও শিবপুর হয়ে প্রয়াগরাজে নিয়ে যাওয়া হবে।