নিজস্ব সংবাদদাতাঃ প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে গ্যাংস্টার আতিক আহমেদকে (Atiq Ahmed)। কাসারি মাসারি কবরস্থানে (Kasari Masari graveyard) চলছে শেষ কাজ। আতিকের দুই নাবালক ছেলে, যাদের শহরের রাজরূপুর এলাকার জুভেনাইল হোমে রাখা হয়েছিল, তারাও শেষকৃত্যে জোগ দিয়েছে। উপস্থিত হয়েছেন আতিকের স্ত্রী শায়েস্তা প্রবীণ ( Shaista Praveen )।