নিজস্ব সংবাদদাতা: আজ দেশ জুড়ে অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। সেখানে তাঁর জন্মদিনেই ‘গুড গভার্নেন্স ডে’ বা ‘সুশাসন দিবস’ পালনও করা হয়। সেই নিয়ে এদিন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, “আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীর সম্মানে পালিত হচ্ছে সুশাসন দিবস। আমরা উন্নত জাতি হতে পারব না যতক্ষণ না আমরা আমাদের ঐতিহ্যকে স্বীকৃতি ও সম্মান করতে পারব। আমাদের সেই ঐতিহ্যগুলিকে রক্ষা করতে হবে এবং ফিরিয়ে আনতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে”।