নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরে নির্বাচন আসন্ন। তার আগে এবার বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী জম্মু ও কাশ্মীরের মানুষের বিকল্পের বিষয়ে জানিয়ে দিলেন।
বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেছেন, "জম্মু ও কাশ্মীরের কাছে দুটি বিকল্প রয়েছে এবং আমরা পূর্ণ বিশ্বাস করি যে কাশ্মীর উন্নয়ন ও শান্তির পথে হাঁটবে। দ্বিতীয় পথটি ধ্বংসের। আমি মনে করি না তরুণরা সেদিকে যেতে চাইবে।" সুধাংশু ত্রিবেদীর এই বক্তব্যের জেরে শোরগোল শুরু হয়েছে। উল্লেখ্য, বিজেপির দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরে ব্যাপক ফল করবে বিজেপি। তবে আসন্ন জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপির হার হবে বলেই মনে করছে বিরোধী দলগুলি।
. . . . . . .