নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ জানা গিয়েছে, ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ২৯ মাওবাদী।
এই বিষয়ে উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, "বিপুল সংখ্যক নকশালকে খতম করা হয়েছে। আমি নিরাপত্তা বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানাতে চাই। আমরা সকলেই মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের নেতৃত্বে কাজ করছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের দিকনির্দেশনা দিচ্ছেন। যা যা করা দরকার সবই করা হবে। কোনো শৈথিল্য থাকবে না। আগামী দিনে নকশালমুক্ত বস্তার সুনিশ্চিত করতে সবরকম চেষ্টা করা হবে। সরকার সংলাপে বসতে প্রস্তুত। আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান বেরিয়ে আসা উচিত, বস্তারে শান্তি থাকা উচিত।"