নিজস্ব সংবাদদাতা: ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে এক নির্বাচনী জনসভায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল সন্থান, এজি পেরারিভালন, নলিনী শ্রীহরণ-সহ সাত জনকে। ৩১ বছর জেল বন্দি থাকার পর ২০২২ সালের নভেম্বরে সন্থানকে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট।
তারপর থেকে তামিলনাড়ুর ত্রিচি কেন্দ্রীয় কারাগার ক্যাম্পাসের ভিতরে বিশেষ ক্যাম্পে রাখা হয়েছিল সন্থানকে। ফেব্রুয়ারি মাসেই তাঁকে শ্রীলঙ্কায় পাঠানোর কথা ছিল। তার আগেই মৃত্যু হয় তাঁর। জানুয়ারি মাসে শারীরিক অসুস্থতার জন্য তাঁকে রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বুধবার সকাল ৮টা নাগাদ তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যকৃতের রোগেও আক্রান্ত ছিলেন তিনি।