BREAKING : পহেলগাঁও হামলায় প্রতিটি নিহতের পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য ঘোষণা করলো আসাম সরকার

পহেলগাঁও হামলায় বড় ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

author-image
Debjit Biswas
New Update
himanta biswa sharmaq1.jpg

নিজস্ব সংবাদদাতা : মৃতদের তালিকায় নেই আসামের কোনও ব্যক্তি। কিন্তু মানবিকতার খাতিরে এবার পহেলগাঁও হামলায় প্রতিটি নিহতের  পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য ঘোষণা করলো আসাম সরকার। আজ এই বিষয়ে মুখ খোলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

himanta biswa sharmaqw2.jpg

তিনি বলেন,“এই হামলায় আসামের কেউ নিহত না হলেও, আসাম সন্ত্রাস ও বিদ্রোহের যন্ত্রণা বহুবার সহ্য করেছে। তাই আমরা এই বেদনার অনুভব জানি। তাই সংহতির প্রতীক হিসেবেই আসাম সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।” এরপর তিনি আরও বলেন,''গোটা আসাম এইসময় প্রধানমন্ত্রী মোদির পাশে রয়েছে।''