নিজস্ব সংবাদদাতাঃ আসামে (Assam) বড় সাফল্য পেয়েছে আসামের ভিজিল্যান্স ও দুর্নীতি দমন অধিদপ্তর। জানা গিয়েছে, আসামের ধুবড়ি জেলা পরিষদের সিইও বিশ্বজিৎ গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩২৮৫৩০০/- টাকা (দুই কোটি ৩২ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা) উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় বান্ডিলের পর বান্ডিল নোট রাখা হয়েছে। এদিকে ভিজিল্যান্স ও দুর্নীতি দমন অধিদপ্তরের কাজকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘দুর্নীতি দমন ও ভিজিলেন্স অধিদপ্তর সফলভাবে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করেছে, যার ফলে ২০২১ সালের ১০ মে থেকে ১১৭ জন সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন থেকে দুর্নীতি নির্মূলের প্রচেষ্টা একই সংকল্প ও শক্তি নিয়ে অব্যাহত থাকবে।‘