নিজস্ব সংবাদদাতাঃ আসামের কার্বি আংলং জেলায় প্রায় ৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ দ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কার্বি আংলং জেলা পুলিশ ও সিআরপিএফের একটি যৌথ দল শনিবার ভোরে লাহোরিজান পুলিশ ফাঁড়ির সামনে বোকাজানের সাব ডিভিশনাল পুলিশ অফিসারের (এসডিপিও) নেতৃত্বে একটি বিশেষ নাকা চেকিং স্থাপন করে। বোকাজানের এসডিপিও জন দাস বলেন, "শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশের একটি দল একটি ট্রাক আটক করে। তল্লাশির সময় ট্রাকের ত্রিপলের মধ্যে লুকিয়ে রাখা ১.৩ কেজি হেরোইন ভর্তি মোট ১১৬ টি সাবান বাক্স উদ্ধার করা হয়। এই ঘটনায় আমরা দুজনকে গ্রেফতার করেছি। বাজেয়াপ্ত করা মাদকের বাজার মূল্য আনুমানিক ৮ কোটি টাকা। গ্রেফতারকৃতরা হলেন- আইজুল হক (৫০) ও দিলদার হোসেন (১৮)।"