আসাম বন্যার জের, কাজিরাঙ্গাতেই শেষ ১৩০ টি নিরীহ প্রাণ!

'আমরা এই বন্যায় ১৩০টি প্রাণীকে হারিয়েছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
flood.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ডিএফও অরুণ ভিগনেশ এদিন বলেন, “বর্তমানে, কাজিরাঙ্গার পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখন বেশিরভাগ এলাকায় জল স্থিতিশীল হয়েছে। আমরা ৯৭ টি প্রাণীকে উদ্ধার করেছি। তবে এটাও ঠিক যে আমরা এই বন্যায় ১৩০টি প্রাণীকে হারিয়েছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি”।

 

assam flood2.jpg

Adddd