নিজস্ব সংবাদদাতা : এবার বিদ্যুৎ বিলে বাম্পার ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে, এপ্রিল মাসের এক তারিখ থেকে রাজ্যের সমস্ত গৃহস্থালির জন্য বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা করে কমানো হবে।
/anm-bengali/media/media_files/W5lmDPkTdV4pFxo1WNb4.jpg)
আজ এই বিষয়ে তিনি টুইট করে বলেন, "গরমকাল শুরুর আগে জনগণকে স্বস্তি দিতেই আসাম সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কৃষি, শিল্প ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রের বিদ্যুৎ ট্যারিফও প্রতি ইউনিটে ২৫ পয়সা করে কমানো হবে। এটি আমাদের বাজেটে দেওয়া আরেকটি প্রতিশ্রুতি পূরণ।"