নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা প্রসঙ্গে এক অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে চলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এই বিষয়েই একটি গুরুত্বপূর্ণ টুইট করেন তিনি।
/anm-bengali/media/media_files/7Ox994KjPC2qqAw2VL0a.jpg)
আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''পহেলগাঁও-এ পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী হামলাকে যারা সরাসরি বা পরোক্ষভাবে সমর্থন করবেন, তাদের বিরুদ্ধে আসাম সরকার কঠোরতম ব্যবস্থা নেবে। নিরীহ মানুষের নির্মম হত্যাকাণ্ডকে যারা যুক্তিযুক্ত, স্বাভাবিক বা হালকা করে দেখানোর চেষ্টা করবেন, তাদের ক্ষেত্রে মানা হবে না কোনও মতপ্রকাশের স্বাধীনতা। কারণ এক্ষেত্রে ধরে নেওয়া হবে যে তারা ভারতের আত্মার বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন।''