নিজস্ব সংবাদদাতা : এবার কংগ্রেসের এক সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ একটি সাংবাদিক বৈঠকে নাম না করেই এক কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তিনি বলেন,''সম্প্রতি কংগ্রেস পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য, যিনি আসামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ সাংসদও, তিনি ভারত সরকারকে না জানিয়েই টানা ১৫ দিন ইসলামাবাদে কাটিয়েছেন।''
/anm-bengali/media/media_files/U2Ruz3ggqAL345SJyedk.jpg)
এরপর তিনি আরও বলেন যে,''এই বিষয়ে সিট্ (SIT) তদন্ত চালাচ্ছে। আমরা জানতে পেরেছি, ওই সাংসদের স্ত্রী দিল্লিতে কর্মরত থাকলেও, গত তিন বছর ধরে তার বেতন পাকিস্তান থেকে আসত। এই বিষয়ে জুন-জুলাই মাসে ওই সাংসদের সঙ্গে কথা বলবে সিট্ (SIT)। সেপ্টেম্বরের আগে রিপোর্ট জমা দেবে তারা। তারপর সরকার এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে।''