এবার রাজ্যে শুরু হবে নতুন আন্দোলন! ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে?

অমৃত বৃক্ষ্য আন্দোলন নিয়ে বড় মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

author-image
Aniruddha Chakraborty
New Update
himanta biswa sharmaq2.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "অমৃত বৃক্ষ্য আন্দোলনের দ্বিতীয় সংস্করণ। গত বছর অমৃত বৃক্ষ্য আন্দোলন ১৭ সেপ্টেম্বর শুরু হলেও ১২ সেপ্টেম্বর থেকে চারা বিতরণ শুরু হয়। আমরা ১০টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা গত বছর ১.১২ কোটি চারা রোপণ করেছিলাম। আমরা কল সেন্টারও স্থাপন করেছি। ১ কোটি ১২ লাখ চারাগাছের মধ্যে ৯০ শতাংশই টিকে আছে। এই বছর রাজ্য বন দফতর ৪ কোটি চারা প্রস্তুত করেছে। এই বছরের অমৃত বৃক্ষ্য আন্দোলন ১-১৫ আগস্ট অনুষ্ঠিত হবে।"