রাজ্যে যুবকদের চাকরি, কাঁদানে গ্যাস, লাঠিচার্জের মাধ্যমে জবাব! কটাক্ষ মুখ্যমন্ত্রীর

হিমন্ত বিশ্ব শর্মা বলেনযুব আক্রোশ সমাবেশে ঝাড়খণ্ডের যুবকরা রাজ্য সরকারকে জিজ্ঞাসা করছিল যে তারা কবে চাকরি পাবেকাঁদানে গ্যাসলাঠিচার্জের মাধ্যমে তারা জবাব পেয়েছে।

author-image
Probha Rani Das
New Update
Himanta Biswaq1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আসামের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ডের বিজেপি ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "যুব আক্রোশ সমাবেশে ঝাড়খণ্ডের যুবকরা রাজ্য সরকারকে জিজ্ঞাসা করছিল যে তারা কবে চাকরি পাবেকাঁদানে গ্যাসলাঠিচার্জের মাধ্যমে তারা জবাব পেয়েছে। 

himantabis.jpg

অন্তত ৫০ জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হল১২ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সরকার এই বার্তা দিচ্ছে যেযারাই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে তাদের জেলে ঢোকানো হবে।”