নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ প্রসঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, "উত্তরপ্রদেশ সরকার কি মহাকুম্ভের মাধ্যমে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণ করতে চায়? এই ধরনের অনুষ্ঠান লাভের জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য অনুষ্ঠিত হয়। সরকারের দায়িত্ব হল তীর্থযাত্রীদের সেবা করা, যেখানে তারা ব্যর্থ হয়েছে। এত বড় অব্যবস্থাপনা অন্য কোথাও দেখা যেত না। সরকার যদি ৩ বছর আগে থেকে কাজ শুরু করত তাহলে মানুষকে এত নোংরা জলে ডুব দিতে হত না।" নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হওয়ার বিষয়ে তিনি বলেন, "সরকারের অব্যবস্থাপনার কারণেই এসব ঘটেছে। যদি তারা ভালোভাবে প্রস্তুতি নিত, তাহলে যানজট এড়ানো যেত, রেলওয়ে স্টেশন বন্ধ করতে হত না এবং স্টেশনে এত মানুষ মারা যেত না।"